প্রতিবেদন: মোঃ বিল্লাল হোসেন মানিক ,
ময়মনসিংহ শহরের দিগারকান্দা এলাকায় ভয়াবহভাবে সক্রিয় হয়ে উঠেছে গোপন গ্যাস পাচার সিন্ডিকেট। রাতের অন্ধকারে ও দিনের বেলাতেও ফিলিং স্টেশনের পেছন দিয়ে মাটির নিচের পাইপলাইন ব্যবহার করে কভার ভ্যানে বোঝাই হচ্ছে মেয়াদোত্তীর্ণ ও পরীক্ষাবিহীন সিলিন্ডারভর্তি গ্যাস।
স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি তিতাস গ্যাস ও পেট্রোবাংলার কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দিনের পর দিন এই অপরাধ চালিয়ে যাচ্ছে। বিভাগীয় প্রধান প্রকৌশলী সত্যজিৎ ঘোষ ও বিক্রয় বিভাগের শেখ মোঃ ফয়সাল-এর নাম এই অভিযোগে উঠে এসেছে একাধিকবার।
প্রকাশ পেয়েছে, শুধু ময়মনসিংহ শহরেই রয়েছে দুই হাজারের বেশি অবৈধ গ্যাসচালিত চুলা, যা মাসে প্রায় ২ কোটি টাকার গ্যাস চুরি করে ব্যবহার করছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
বিশেষজ্ঞদের মতে, যেকোনো সময় বিস্ফোরণ ঘটলে দিগারকান্দা অঞ্চল মৃত্যুকূপে পরিণত হতে পারে। কভার ভ্যানের একটির ভেতর উপচে পড়া পুরোনো সিলিন্ডার দেখে এলাকাবাসী প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এই চক্র ভাঙতে এখনই প্রয়োজন:
প্রশ্ন একটাই—তবে কিছু প্রাণ ঝরলে নড়বে কর্তৃপক্ষের টনক?
সময় এখনই ব্যবস্থা নেওয়ার, নয়তো দিগারকান্দা হতে পারে পরবর্তী মৃত্যুপুরী।