আইনের রক্ষকই যদি ভক্ষক হন, তবে সাধারণ মানুষের আশ্রয় কোথায়?
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের এক নিরীহ ব্যক্তি গুরুতর অভিযোগ তুলেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তিনি দাবি করেন, তার পারিবারিক বিরোধকে পুঁজি করে কিছু অসাধু পুলিশ সদস্য এবং স্থানীয় প্রভাবশালীরা তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আর্থিক ও মানসিক হয়রানি করছেন।
অভিযোগে জানা যায়, গৃহকর্তা মোঃ রোবেল (৩৫), পিতা মজিবুর রহমান, গ্রাম: ছায়ানী ইসলামপুর, থানাঃ গৌরীপুর, জেলাঃ ময়মনসিংহ—তার ভাইদের সাথে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্থানীয় একদল প্রভাবশালী ব্যক্তি ও একাধিক পুলিশ সদস্য তাকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে। দাবি পূরণ না করায় তার বিরুদ্ধে সাজানো মামলাও দায়ের করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি জানান, প্রতিপক্ষের সঙ্গে মিলে ৩১ মার্চ ২০২৫ তারিখে তাকে গ্রেফতারের হুমকি দিয়ে তার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি করা হয়। এরপর ১ এপ্রিল সকাল ১১টায় আবারো ভয় দেখিয়ে তাকে থানায় তলব করা হয়। তিনি আশঙ্কা করছেন, তাকে পরিকল্পিতভাবে গ্রেফতার করে হয়রানির শিকার করা হতে পারে।
রোবেল জানান, তিনি একাধিকবার বিষয়টি থানায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। বরং উল্টো হুমকি দেওয়া হয়েছে বিষয়টি 'তোলার চেষ্টা' করলে আরও ভয়াবহ পরিণতি হবে।
তিনি গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "আইনের লোকজনই যদি টাকা খেয়ে অন্যায়ের পক্ষে কাজ করে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কোথায় যাবে?"