“ঈদ আসে, বোনাস আসে না” – ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ


Oplus_131072
“ঈদ আসে, বোনাস আসে না” – ময়মনসিংহে দর্জি শ্রমিকদের বিক্ষোভ
রমজান মাসে উৎসব বোনাস, সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ১৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ দর্জি শ্রমিক ইউনিয়ন।
সমাবেশে সভাপতিত্ব করেন দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাবলী আকন্দ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, ময়মনসিংহ পাওয়ার মেইনটেন্যান্স শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, মটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমন, দর্জি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রশিদ, দর্জি নেতা শাহ আলমসহ অন্যান্য শ্রমিক নেতারা।
শ্রমিকদের প্রধান ৫ দফা দাবি:
১. ১ (এক) মাসের গড় মজুরির ৬০% হারে বছরে দুটি উৎসব বোনাস প্রদান।
২. সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন।
৩. শ্রমিকদের জন্য নিয়োগপত্র ও পরিচয়পত্র বাধ্যতামূলক করা।
৪. রমজান মাসে অতিরিক্ত কাজের জন্য জনপ্রতি ৮০ টাকা টিফিন ভাতা ও ১০০ টাকা নাইট এলাউন্স নিশ্চিত করা।
৫. কারখানায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা।
বক্তারা বলেন, “ঈদের সময় দর্জি শ্রমিকদের কাজের চাপ বেড়ে যায়, রাত-দিন পরিশ্রম করেও তারা ন্যায্য বোনাস পায় না। অথচ, অন্যান্য খাতের শ্রমিকদের জন্য উৎসব বোনাস বাধ্যতামূলক হলেও দর্জি শ্রমিকরা অবহেলিত থেকে যাচ্ছে।”
তারা আরও বলেন, মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।